কিভাবে হারিয়ে যাওয়া বা চুরি হওয়া ফোন পুনরুদ্ধার করবেন?

কেমন আছেন সবাই আশাকরি সবাই ভালই আছেন তোমাদের দোয়ায় আমিও ভালো আছি?
কিভাবে আপনার চুরি হওয়া ফোন ফিরে পাবেন এবং আপনার জিমেইল এর এক্সেস লক করে দিবেন।
আজকে আমি তোমাদের মাঝে যে পোস্ট টি নিয়ে লিখতে বসলাম সেটি হল। কিভাবে আপনার হারিয়ে যাওয়া বা চুরি হওয়া ফোনের সব কিছু দেখতে পারেন আপনি নিজেই অথবা ফোনটি আপনি কিভাবে পুনরুদ্ধার করবেন? বর্তমান যুগে বর্তমান সবাই কম বেশি স্মার্টফোন ব্যবহার করে যদি আমাদের সাধের স্মার্টফোনটি হারিয়ে বা চুরি হয়ে যায় তাহলে আমাদের করণীয় কি?
অনেক সময় আমাদের ফোন হারিয়ে যায় বা চুরি হয়ে যায়। আমাদের হারিয়ে যাওয়া বা চুরি হওয়ার মোবাইল ফোন থেকে জিমেইল এক্সেস রিমুভ করে দিতে হয় কিভাবে? আপনার ফোনের সবকিছু আপনি নিজেই দেখতে পারেন কোথায় থেকে আপনার ফোনটি চালাচ্ছে এবং ফোন দিয়ে কি করছে ফোনের লোকেশন কোথায় ফোনটি রয়েছে ফোনের সব কন্টাক্ট নাম্বার দেখতে পারবেন এই ট্রিক্সটি ফলো করলে।
আমাদের একটি জিমেইল অ্যাকাউন্টে অনেক কিছু সিক্রেট থাকে সেগুলা নিয়ে অনেকে চিন্তিত থাকি। চুর যদি আমার ফোনের সব কিছু পাশ করে দেয়। আর টেনশন নয় এক নিমিষেই জিমেইলের এক্সেস রিমুভ করে দিতে পারেন আপনি আপনার যেকোনো মোবাইল থেকে। তাহলে দেরি না করে চলুন শুরু করা যাক আজকে আমাদের এই পোষ্টটি।

এখন আসি কিভাবে এই কাজটি করবেন?

প্রথমে আমাদেরকে একটি অ্যাড্রেস এ ক্লিক দিতে হবে সেটির লিংক আমি এখানে দিয়ে দিব।
তারপর আমার স্ক্রিনশট গুলো ফলো করুন সবকিছু বুঝতে পারবেন।

প্রথমে সিকিউরিটি অপশনে যেতে হবে গিয়ে নিচের দিকে যান।

এখান থেকে আপনার জিমেইল দিয়ে কয়টি ফোন এক্সেস দেয়া রয়েছে সেটি দেখতে পারেন এবং
যেটি এক্সেস ব্লক করবেন অথবা ফোনের লোকেশন দেখবেন সেই ফলটিতে ক্লিক দিন।

স্ক্রিনশট ফলো করুন

স্ক্রিনশট ফলো করুন এখানে ক্লিক দিন

এখানে যদি আপনি আপনার জিমেইল এর এক্সচেঞ্জ রিমুভ করতে চান তাহলে সাইন আউট এ ক্লিক দিন আর যদি ফোনের লোকেশন এবং ফোন ফোনের সব কিছু দেখতে চান ফাইন্ড ইউর ফোন এটাতে ক্লিক দিন।

ফাইন্ড ফোন ক্লিক দেওয়ার পর এখান থেকে আপনি সবকিছু দেখতে পারেন

আপনি যদি আপনার হারিয়ে যাওয়া ফোনে রিংটোন বাজাতে চান তাহলে রিং ক্লিক দিন আর যদি ফোনটি কোথায় আছে তার লোকেশন দেখতে চান তাহলে লোকেশন এ ক্লিক দিন

লোকেশন এ ক্লিক দেওয়ার পর এই দেখুন আমার চুরি হওয়া ফোনের লোকেশন গুলো দেখাচ্ছে কোথায় ফোনটি রয়েছে এখান থেকে আপনারা চাইলে সবকিছু দেখতে পারেন
আশা করি আপনি আমারে সম্পূর্ণ পোস্ট টি বুঝতে পেরেছেন এবং এইভাবে আপনি আপনার ফোনের চোরকে খুব সহজেই ধরতে পারেন
কিভাবে হারিয়ে যাওয়া বা চুরি হওয়া ফোন পুনরুদ্ধার করবেন? Reviewed by GSM King KHULNA on 3:13 AM Rating: 5

No comments:

All Rights Reserved by Android Hospital Khulna Bangladesh © 2014 - 2015
Designed by simtem

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.